অপ্রিয় মানুষদের কীভাবে এড়িয়ে চলবেন?
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১৫:০৬
দারুণ হাসিখুশি পরিবেশ তবুও আপনি স্থির থাকতে পারছেন না। কোনো এক ব্যক্তিকে দেখলেই আপনি রেগে যান বা অস্বস্তি হয় নয়তো ব্যক্তিজীবনে ছন্দঃপতন ঘটে। যাকে দেখলে বা যার কথায় আপনার স্বাভাবিক জীবনের ছন্দ বদলে যায়। হয়তো এরাই আপনার জীবনের টক্সিক পিপল, ক্ষতিকারক ব্যক্তি।
যারা সব সময় চাইবে, আপনি বা আপনারা কষ্টে থাকুন।
তারা অন্যের মনে দুশ্চিন্তা এনে দিতে, আতঙ্ক ছড়াতে ও প্যানিক তৈরি করতে পছন্দ করে। অন্য কেউ নিরানন্দে আছে দেখলে এদের আনন্দ বাড়ে। দিন শেষে তারা নিজেরাও ভালো নেই, সুখে নেই, আনন্দে নেই।