 
                    
                    পাওয়ার বাটন কাজ না করলে আইফোন বন্ধ করবেন যেভাবে
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬
                        
                    
                স্মার্টফোনের জরুরি একটি বাটন হচ্ছে এই পাওয়ার বাটন। যেটি ছাড়া ফোন অন অফ করা দুসাধ্য। বিভিন্ন কাজে সবার প্রথমে সেই পাওয়ার বাটনই ব্যবহার করা হয়। কিন্তু, স্মার্টফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হয়।
তবে এটি যদি আপনার আইফোনের বেলায় হয়, তাহলে আইফোনটি রিস্টার্ট বা পাওয়ার অফ করবেন কীভাবে। কারণ আইফোন অন এবং অফ করার জন্য এর ইউজাররা পুরোপুরি পাওয়ার বাটনের উপর নির্ভরশীল। কিন্তু, আইফোনের পাওয়ার বাটন কাজ করা বন্ধ করে দিলে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এর অবশ্য একটি উপায় আছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- টিপস
- টিপস এন্ড ট্রিকস
 
                    
                 
                    
                 
                    
                