উপযোগিতা মূল্যায়ন ছাড়া প্রকল্প নয়

যুগান্তর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১০:২১

দেশের জনগণ পতিত স্বৈরাচারের উন্নয়নের অনেক গালগল্প শুনে এসেছে। অতিরঞ্জিত তথ্য-উপাত্ত দিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-গবেষণা সংস্থা থেকে নিয়মিত প্রকাশিত হতো কথিত এসব উপাখ্যান। দৃশ্যমান কিছু অবকাঠামো মানুষকে অনুপ্রাণিত করলেও এসবের পেছনে বিশাল দুর্নীতির চালচিত্রের প্রকাশ জনগণকে হতবাক করেছে। মানুষকে অন্ধকারে রেখে লুটেরাদের কদর্য কর্মযজ্ঞ প্রায় আড়ালে নিয়ে যাওয়া হয়েছিল।


এসব গর্হিত কর্মের সত্যতা প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে। লুটপাটের এ বিরল দৃষ্টান্তে নির্মিত হচ্ছে ক্ষোভ-যন্ত্রণা ও ঘৃণার বিশাল প্রাচীর। ব্যাংকগুলো থেকে অবৈধ উপায়ে নানা কারসাজিতে অর্থ লোপাট আর্থিক ব্যবস্থাকে প্রায় পঙ্গু করে দিয়েছে। হাজার কোটি টাকার অর্থ পাচারের পেছনে পৃষ্ঠপোষক-সহায়তাকারী ও ঘৃণ্য অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা সময়ের জোরাল দাবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও