আইফোনের গতি কমছে? জেনে নিন সহজ কিছু টিপস
আইফোনের গতি হঠাৎ কম মনে হচ্ছে? সময়ের সঙ্গে সঙ্গে আইফোন বা যে কোনো ফোনেরই গতি কিছুটা ধীর হয়ে যায়।
চিন্তার কিছু নেই, এর সমাধান হতে পারে আইফোনের ‘আদার’ স্টোরেজ পরিষ্কার করার মতো সহজ কাজ।
যারা স্টোরেজ সংক্রান্ত সমস্যায় পড়েছেন এবং ম্যানুয়ালি স্টোরেজ ফাঁকা করার চেষ্টা করেছেন, ‘আদার’ স্টোরেজ এরইমধ্যে তাদের পরিচিত হওয়ার কথা। তা না হলে চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
‘আদার’ স্টোরেজ কী এবং কীভাবে এটি কিছুটা ফাঁকা করা সম্ভব সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
আদার স্টোরেজ কী?
অনেকের কাছেই আদার স্টোরেজ বিষয়টি আইফোনের একটি রহস্যময় কোণ মনে হতে পারে। এখানে অনেক কিছু জমা হতে পারে, বিশেষ করে ক্যাশ ফাইলের কারণে। যে কোনো ডিভাইসে ক্যাশ ফাইলের বিভিন্ন কাজ আছে, যেমন কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের পর, সেটি পুনরায় খোলার বেলায় সাহায্য করে ক্যাশ ফাইল। গুগল ক্রোম বা ম্যাপস-এর মতো অ্যাপের ক্যাশ ডেটা দ্রুতই ফোনের স্টোরেজ দখল করা শুরু করতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- ফ্রি স্টোরেজ