You have reached your daily news limit

Please log in to continue


অভিযোগ মেনে নিলেন প্রিয়াঙ্কা, বললেন...

বলিউড ক্যারিয়ার ভালোই চলছিল। হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরু হয় তাঁর নতুন যাত্রা। এরপর প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ করেছেন। গত বছর রুশো ভ্রাতৃদ্বয়ের আলোচিত সিরিজ ‘সিটাডেল’ করেছেন। তবে মোটাদাগে প্রথম সারির হলিউড সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি ভারতীয় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত-অনুসারীদের এমন অভিযোগের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা। খবর কইমই ডটকমের

গত কয়েক বছরে ‘এ কিড লাইক জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ’-এর মতো সিনেমা করেছেন প্রিয়াঙ্কা।

যেগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি, জোটেনি সমালোচকদের প্রশংসাও। এর মধ্যে কয়েকটি সিনেমা তো নিজেই ভুলে যেতে চাইবেন তিনি। তবে কেন একের পর এক এ ধরনের সিনেমা করেছেন?

‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’ বলেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন