ফরিদপুরের বোয়ালমারীতে উদ্বোধনের পরদিনই বিএনএমের কার্যালয়ে ভাঙচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উদ্বোধনের পরদিন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত সোমবার বিকেলে বিএনএমের চেয়ারম্যান ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর কার্যালয়টির উদ্বোধন করেন।
বিএনএম ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে বিএনএমের কার্যালয়ের সামনে আসে। ওই সময় কার্যালয়ের কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং ভেতরেও কেউ ছিলেন না। হামলাকারীরা কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের চেয়ার ও বৈদ্যুতিক পাখা ভাঙচুর করে। ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে এই তাণ্ডব চালানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে