চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪০
ব্লুটুথ নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ৬.০ ভার্সনে যা প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এই ভার্সনে দুর্দান্ত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা অবাক করে দিতে পারে স্মার্টফোন ব্যবহারকারীদের।
টেক ওয়েবসাইট ইজুরিওর এক প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই নতুন ভার্সন চলে আসবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে। এই ভার্সনে সব থেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং। কী এই চ্যানেল সাউন্ডিং?
এটির মাধ্যমে যেসব ফোন বা ডিভাইসে ব্লুটুথ ৬.০ রয়েছে, সেগুলো নিরাপত্তার সঙ্গে আপোস না করেই উপস্থিতি, দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুল ভাবে নির্ধারণ করতে পারবে। সহজ ভাষায় বললে, একটা ডিভাইসের আসল উপস্থিতি এবং তা থেকে অন্য ডিভাইসের দূরত্ব কতটা তা নিখুঁতভাবে বলতে পারবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ব্লুটুথ ৫.০
- ব্লুটুথ সংযোগ