You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রযুক্তি উদ্যোক্তারা কে কার পক্ষে ছিলেন

যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বচনে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা সরাসরি না হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের মধ্যে কে কোন প্রার্থীকে সমর্থন করেছেন, তা জেনে নেওয়া যাক।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক যাঁরা

আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি রীতিমতো লাখ লাখ ডলার উপহার দিয়েছেন প্রচারণা খাতে। বিশ্বের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পকে সমর্থন করেছেন। এ ছাড়া পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েলসহ সিলিকন ভ্যালির অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যানড্রেসেন হরোউইটজের প্রতিষ্ঠাতা মার্ক অ্যান্ড্রিসেন ও বেন হোরোভিটজ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন। বাইডেন প্রশাসনের অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে লড়তেই ট্রাম্পের পক্ষ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। সিকোইয়া ক্যাপিটালের সাবেক ব্যবস্থাপনা অংশীদার ডগলাস লিওনও নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন