You have reached your daily news limit

Please log in to continue


আফগানিস্তানের বিপক্ষে শুরুর আগেই পিছিয়ে বাংলাদেশ

শেষ সাত বছরে শারজাহতে কোনো সিরিজই হারেনি আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটির কাছে সংযুক্ত আরব আমিরাতের এই স্টেডিয়ামই এখন রীতিমত ঘরবাড়ির সমতুল্য। সেটাকে অবশ্য দিনে দিনে দুর্গে পরিণত করেছে আফগান স্পিনাররা। ঐতিহ্যগতভাবেই কিছুটা ধীরগতির এই উইকেটে বাংলাদেশ পিছিয়ে আছে স্পিনের শক্তিতেই। 

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, ওয়ানডে ফরম্যাটে রানপ্রতি উইকেটের হিসেবে এই মাঠে সবচেয়ে এগিয়ে থাকছেন স্পিনাররাই। আরও স্পষ্ট করে বললে লেগব্রেক এবং অফব্রেক বোলাররা। সবশেষ ৩০ ওয়ানডের পরিসংখ্যান বলছে, লেগস্পিনাররা এই মাঠে উইকেট পেতে খরচ করেছেন ২৫ এর কম রান। ওভারপ্রতি দিয়েছেন সাড়ে চারের কম রান। 

অফস্পিনে এই পিচে উইকেট এসেছে গড় হিসেবে ৩০ এর কম রানে। অর্থডক্স বোলারদের ইকোনমি রেট কিছুটা বেশি হলেও উইকেটপ্রতি তারা খরচ করেছেন ২৯ রান। অন্যদিকে পেসাররা শারজাহতে উইকেট পেতে গড়ে খরচ করেছেন ৩৯ রান। সবচেয়ে বেশি উইকেটপ্রতি ৬০ রান খরচ করেছেন চায়নাম্যান বোলাররা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন