গ্যাস-কয়লার সংকট, যোগ হচ্ছে ১৩২০ মেগাওয়াটের আরো একটি বিদ্যুৎ কেন্দ্র
জ্বালানি সংকটে ভুগছে দেশের জ্বীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। এসব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন অব্যাহত রাখার জন্য পর্যাপ্ত গ্যাস বা কয়লার সংস্থান করা যাচ্ছে না। এর মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র। পটুয়াখালীর কলাপাড়ায় স্থাপিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন উৎপাদনে কার্যক্রম শুরুর জন্য বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এটি উৎপাদনে গেলে দেশে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে নির্মাণ করেছে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি কমিশনিং ও উৎপাদন শুরুর জন্য ১ লাখ ২৮ হাজার টন কয়লা মজুদ করেছে। দীর্ঘমেয়াদে কয়লা সরবরাহের জন্য দুই-একদিনের মধ্যে দরপত্র আহ্বান করতে যাচ্ছে কোম্পানিটি। আরএনপিএলের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ কেন্দ্রটি ডিসেম্বরে গ্রিডে সংযুক্ত হলেও এর প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) উৎপাদনে যাবে আগামী বছরের মার্চে। আগামী জুনের মধ্যে এখান থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে চায় আরএনপিএল। তবে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিপিডিবি বা বিদ্যুৎ বিভাগ চাইলে এবং ব্যাকফিড পাওয়ার সংযোগ পেলে যেকোনো সময় উৎপাদনে যেতে প্রস্তুত তারা।