স্মার্টফোনে আড়িপাতা ঠেকাবেন যেভাবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ২১:০৩

স্মার্টফোনে আড়িপাতা একটি মারাত্মক সাইবার অপরাধ। কিন্তু ‘চোরে না শোনে থর্মের বাণী’! কিছু দুর্বৃত্ত আপনার ফোনে আড়ি পেতে আপনার প্রাইভেসির লঙ্ঘন যেমন করে, তেমনি অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য হাতিয়ে নেয়। আড়িপাতা কল বা ভিডিও ফঁস করে আপনার মানহানী করতেও পিছপা হয় না। তাই এ বিষয়ে সজাগ থাকা জরুরি।


নিচে আড়িপাতা ঠেকানোর ১০ টি উপায় জানােনো হলো:


শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
স্মার্টফোনের স্ক্রিন লক, পাসওয়ার্ড বা প্যাটার্ন শক্তিশালী এবং জটিল করুন। সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না, যেমন 1234 বা 0000। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে।


অজানা অ্যাপস থেকে সতর্ক থাকুন
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ইনস্টল করবেন না।


অটোমেটিক আপডেট চালু রাখুন
অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করুন। আপডেটগুলোতে অনেক সময় নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি দূর করা হয়।


সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন
মেসেজ বা ইমেইলে সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। অনেক সময় এই লিংকগুলোতে ক্লিক করলে আপনার ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এসব ম্যালওয়ার আড়িপাতাতে সক্ষম।


অনুমতিগুলো যাচাই করুন
অ্যাপ ইন্সটল করার সময় খুব ভালভাবে দেখুন—অ্যাপটি কী কী অনুমতি চাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও