অতিরিক্ত চুলকানি ত্বকের ক্যানসারের লক্ষণ নয় তো?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

অ্যালার্জির কারণে কমবেশি সবাই ত্বকে জ্বালাপোড়া বা চুলকানির সমস্যা ভোগেন। স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে সেই চুলকানিভাব কমেও যায়। তবে দীর্ঘদিন ধরেই যদি আপনি ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির সমস্যায় ভোগেন কিংবা প্রায়শই অতিরিক্ত চুলকানি হয় তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।


জানলে অবাক হবেন, অতিরিক্ত চুলকানি কিন্তু ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ। আমাদের ত্বক স্পর্শকাতর হয়, ফলে ছোট কোনো প্রদাহ বা ফুসকুড়ি থেকেও ছড়াতে পারে ক্যানসার। তাই ত্বকের ক্যানসারের কারণ, লক্ষণ ও প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে সবারই ধারণা থাকা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও