‘এই বেতমিজ মেয়েটাকে শিক্ষা দেওয়া দরকার’—কথাগুলো শুনেছিলাম যখন ইমরান খান ছিলেন প্রধানমন্ত্রী। ইসলামাবাদ পুলিশ এই 'বেতমিজ মেয়ে', মানে, ইমান মাজারির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, ইসলামাবাদের জাতীয় প্রেসক্লাবের বাইরে বেলুচ শিক্ষার্থীদের এক বিক্ষোভে তিনি নাকি রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের বেলুচ ছাত্রদের অভিযোগ ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা তাঁদের হুমকি দিচ্ছেন। ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে আসার পর কয়েকজন বেলুচ ছাত্র নিখোঁজ হয়ে যান। তাই বেলুচ ছাত্রদের একটাই দাবি ছিল যে আমরা যদি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না থাকি, তাহলে আমাদের পড়াশোনা করতে দেওয়া হোক।