যে ঘরোয়া উপায়ে সহজেই দূর হবে নখকুনির সমস্যা
যুগান্তর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১৯:০৯
নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে। প্রচলিত কথায় যাকে বলে নখকুনি। হাতের নখের থেকেও পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়। কারণ পায়ের নখকে অনেক বেশি ধুলো, মাটি, ঘাম, পানি সহ্য করতে হয়। যার ফলে ছত্রাক বাসা বাঁধে।
অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য স্পোরানক্স বা ল্যামিসির মতো মলম ব্যবহার করে থাকেন। যদিও তা বেশ খরচ সাপেক্ষ। তাহলে কীভাবে নিজের নখের যত্ন নেবেন? কীভাবেই বা নখের হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন? চলুন জেনে নেই কিছু ঘরোয়া উপায়।