মাটি থেকে ৪ তলায় উড়ল ড্রাম, আইআইটিয়ানদের কীর্তিতে ‘ডাক পড়ল’ ইসরোর
সদ্য দিওয়ালি গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয়েছে এই আলোর উৎসব। দেদার বাজি পোড়ানোও হয়েছে। অনেকে আবার বাজি ফাটানো নিয়ে নানা এক্সপেরিমেন্টও করেছেন। কেউ অ্যালেক্সাকে দিয়েই রকেটবাজিতে আগুন ধরিয়েছেন। কেউ আবার নতুন কিছু করার চেষ্টা করেছেন। এখন সে সব ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। এর মধ্যে ধানবাদের আইআইটির পড়ুয়াদের দিওয়ালির রাতে প্লাস্টিকের ড্রাম উড়াতে দেখা গেল। সেই ভিডিয়ো ভাইরাল এখন ইন্টারনেটে।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একটি ছেলেদের হস্টেলের উঠোনে জড়ো হয়েছেন কিছু তরুণ। তাঁরা বাজি ফাটানোর আয়োজন করেছে। কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন একটা বড় নীল ড্রাম। সেই ড্রাম উঠোনের মধ্যিখানে রেখে তার নীচে একটি বাজি ধরিয়ে দেন তাঁরা। তার পরই দে ছুট। একদম নিরাপদ দূরত্বে গিয়ে লুকিয়ে থাকেন তাঁরা। নিশ্চুপে ফলাফলের অপেক্ষা করতে থাকেন।