ট্যাবলেট বিক্রি বেড়েছে ২০ শতাংশের বেশি

বণিক বার্তা প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ২০ দশমিক ৪ শতাংশ বেড়ে মোট ৩ কোটি ৯৬ লাখ ইউনিটে পৌঁছেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত গত শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিকে গত বছর একই সময় ট্যাবলেটের বিক্রি হতাশাজনক ছিল বলে জানিয়েছে আইডিসি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রতিবেদন এ শিল্পের বিক্রি নিয়ে আশাবাদ তৈরি করেছে, যা সামগ্রিকভাবে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংস্থাটির বিশ্লেষকরা।


গত প্রান্তিকে ট্যাবলেট বিক্রিতে প্রবৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে আইডিসি। যেমন সম্প্রতি বেশকিছু ডিভাইস আপডেট হয়েছে এবং কোম্পানিগুলো বড় প্রচারমূলক ইভেন্ট করেছে। সেই সঙ্গে ছুটির মৌসুমের জন্যও প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি ব্র্যান্ডগুলো। এদিকে ট্যাবলেট বাজারে এআই প্রযুক্তি আরো সাধারণ হয়ে উঠছে। এআই ফিচারগুলো ট্যাবলেটের বাজারে ক্রেতাদের আগ্রহ ফিরিয়ে আনছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও