You have reached your daily news limit

Please log in to continue


কানাডার ‘সাইবার শত্রুর’ তালিকায় ভারতের নাম

কানাডার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী ভারতকে শত্রুদেশ হিসেবে দেখতে শুরু করেছে দেশটি। সাইবার নিরাপত্তার দিক থেকে শত্রু হিসেবে গণ্য করা দেশগুলোর তালিকায় নাম উঠেছে ভারতের। ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে দেশটি। কানাডার এই পদক্ষেপকে ভারতকে আক্রমণ করার এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার দেশটির আরেকটি কৌশল বলে মন্তব্য করেছে নয়াদিল্লি।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রুডোর প্রশাসনের অধীনে কানাডার জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোভাব প্রভাবিত করতে চায় কানাডা। মন্ত্রণালয় আরও বলেছে, অন্যান্য ঘটনার মতো সাইবার নিরাপত্তা প্রতিবেদনেও কোনো ধরনের প্রমাণ ছাড়াই এসব অভিযোগ করা হয়েছে।

সাইবার নিরাপত্তা নিয়ে ‘জাতীয় সাইবার হুমকি পর্যালোচনা ২০২৫-২৬’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত করেছে কানাডার সরকার। এ তালিকায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ব্যবস্থায় নতুন করে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠতে প্রত্যাশী ভারতের মতো দেশগুলো সাইবার কর্মসূচি গড়ে তুলছে, যেগুলো বিভিন্ন পর্যায়ে কানাডার জন্য হুমকি তৈরি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন