‘পাগল’ ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যেভাবে দুই ভাগ করে ফেলছেন
ডোনাল্ড ট্রাম্প কি পাগল হয়ে যাচ্ছেন? আপনি পাগলামিকে কীভাবে সংজ্ঞায়িত করছেন, তার ওপর এ প্রশ্নের জবাব নির্ভর করছে। তবে যেহেতু মঙ্গলবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হওয়ার আশা করছেন, সেহেতু এ প্রশ্নের জবাব জানা খুবই গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের অসংলগ্ন আচরণ ও কথাবার্তার জন্য ডেমোক্র্যাটরা ট্রাম্পকে ‘আজব’ ও ‘অস্থির’ লোক হিসেবে বর্ণনা করেছেন।
কমলা হ্যারিস গত সপ্তাহে আবারও ট্রাম্পের নির্বাচনের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। কমলা তাঁকে একজন প্রতিশোধপরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, ট্রাম্প ক্ষমতার লোভে আচ্ছন্ন এবং তিনি ক্ষমতা পেলে সেটি সবার জন্য বিপদ বয়ে আনতে পারে।
ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে কমলা হ্যারিস তুলনামূলকভাবে শালীন ছিলেন। সে জন্য তাঁকে কৃতিত্ব দিতেই হবে। যদিও কেন তিনি ট্রাম্পের সমালোচনায় তুলনামূলকভাবে নমনীয় ছিলেন, তা বোঝা কঠিন। কারণ, ট্রাম্প প্রথম থেকে তাঁকে চরম অবজ্ঞা ও হেয় করে এসেছেন।