You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুতের বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি : আদানি গ্রুপ

৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল শোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তবে বাংলাদেশকে বকেয়ার সব অর্থ পরিশোধে এ ধরনের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে আদানি গ্রুপ।

বিবৃতিতে তারা বলেছে, “আদানি গ্রুপ ৭ দিনের মধ্যে ৮০০ থেকে ৮৫০ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করার জন্য কোনো দাবি করেনি। আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে যে কোনো সমস্যা সমাধানে পূর্ণ সহযোগিতা করছি।”

বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এরআগে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে দাবি করে, আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তারা বাংলাদেশের কাছে ৮৫০ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১০ হাজার কোটি টাকার সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন