বিয়ের দিন বর-কনের মুখে কালি লাগানোই নিয়ম যে দেশে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ২২:২৪

বিয়ে নিয়ে একেক দেশে একেক রকম নিয়ম রয়েছে। আয়োজন ভিন্ন হলেও আনন্দ আর উদ্দেশ্য একই। দুজন ছেলে-মেয়েকে সামাজিকভাবে একসঙ্গে থাকার স্বীকৃতি দেওয়া। সেইসঙ্গে পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনরা এই উপলক্ষে মেতে ওঠেন আনন্দে।


বিভিন্ন রীতিনীতি মেনে, উৎসব আয়োজনের মাধ্যমে শেষ হয় একটি বিয়ের আনুষ্ঠানিকতা। এই রীতিনীতি এবং আয়োজনে দেশ, অঞ্চল বা জাতি ভেদে ভিন্ন হতে পারে। যেমন-আমাদের দেশে বিয়ে মানেই হচ্ছে- গায়ে হলুদ, বিয়ে এবং বউভাত। এছাড়া এখন অনেকেই প্রি-ওয়েডিং আয়োজন করেন, মেহেদি সন্ধ্যা ছাড়াও পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বেশ কয়েকটি উৎসব করেন।


জানেন কি? বিভিন্ন দেশে বিয়ের দিন বর-কনের নানান রকম রীতি পালন করতে হয়। যা শুনলে আমাদের অবাক লাগলেও তারা শত শত বছর ধরে এই নিয়ম পালন করছেন। এই যেমন- কিরগিজস্তানে এক সময় ছিল যখন পুরুষরা তাদের পছন্দের নারীকে অপহরণ করে বিয়ের জন্য বাধ্য করত। এই রীতি নারীর সম্মতি নিয়ে অথবা সম্মতি ছাড়াই করা হত। যদিও এখন এই রীতি অবৈধ।


বিহারের কিছু গ্রামীণ এলাকায় এখনো কিছু অংশে এই ধরনের রীতি পালন করা হচ্ছে। পার্থক্য হলো, কনের পরিবার কোন উপযুক্ত যুবকের অপহরণ করে তাদের কন্যা বা বোনের বিয়ের জন্য চাপ দেয় এবং পরে মহিলাকে তার সঙ্গে বিয়ে করতে হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও