স্তন ক্যান্সারে আক্রান্ত কি না বুঝবেন কিভাবে?

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ২০:৪৭

স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এর চিকিৎসা সহজ এবং কার্যকর হয়। কিছু লক্ষণ দেখে বোঝা যেতে পারে, স্তন ক্যান্সারের আশঙ্কা আছে কি না। তবে লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। এর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো দেখে নেওয়া যাক।


স্তনে গিঁট বা চাকা অনুভব করা
স্তনে বা বগলের কাছে যদি কোনো শক্ত গিঁট বা চাকা অনুভব করেন, তবে এটি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে সব গিঁটই ক্যান্সার নয়, তাই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।


স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
কোনো একটি স্তন অন্যটির তুলনায় আকৃতিতে পরিবর্তিত হলে বা ফুলে গেলে তা গুরুত্বসহকারে দেখতে হবে। এটি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।


স্তনের চামড়া বা ত্বকের পরিবর্তন
স্তনের চামড়া লালচে, গাঢ় বা কমলালেবুর খোসার মতো ঢেউ খেলানো হয়ে গেলে, এটিকে স্তন ক্যান্সারের সতর্ক সংকেত ধরে নিতে পারেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও