স্পেনের বন্যায় মৃত বেড়ে ২১১, পরিচ্ছন্নতা অভিযানে মানুষের ঢল
স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়া প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়ার চারদিন পরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার জানিয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সানচেজ জানান, ওই অঞ্চলে তল্লাশি ও পরিচ্ছন্নতা অভিযানে সাহায্য করার জন্য ইতোমধ্যে ২৫০০ সেনা মোতায়েনের পর সরকার অতিরিক্ত আরও ৫০০০ সেনা পাঠাচ্ছে।
তিনি বলেন, “শান্তিপূর্ণ সময়ে স্পেনে সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় অভিযান এটি। তাদের যতদিন দরকার হবে ততদিন সব ধরনের প্রয়োজনীয় সম্পদ কাজে লাগাতে যাচ্ছে সরকার।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যায় নিহত
- আকস্মিক বন্যা