You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় বাস সংকটে বাড়ছে ছোটগাড়ি, বাড়ছে যানজটও

বাস ও মিনিবাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে ঢাকা শহরে। গণপরিবহনের এই সংকটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ঢাকার ১১০টি রুটের জন্য বাস-মিনিবাসের অনুমোদিত সীমা সাত হাজার ৪৩। প্রয়োজন ও রুটের ক্ষমতার ওপর ভিত্তি করে সরকারি একটি কমিটি এই সীমা প্রস্তাব করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব রুটে বর্তমানে মাত্র সাড়ে চার হাজার যানবাহন চলাচল করছে, যা প্রয়োজনীয় সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

ফলে অনেক যাত্রী প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশার মতো ছোট যানবাহনের দিকে ঝুঁকছেন, যা রাজধানীর তীব্র যানজটকে তীব্রতর করে তুলছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহেল মাহমুদ তার ফার্মগেটের অফিস থেকে পুরান ঢাকার বাসায় যাতায়াতে গণপরিবহন ব্যবহার করতে গিয়ে এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা নিয়ে বলেন, 'এক বছর আগেও রাত ৯টার দিকে ফার্মগেটে প্রতি ১০ মিনিট পরপর (৩ নম্বর রুটের) বাস ছিল। এখন আমাকে অনেক সময় অপেক্ষা করতে হয়। কখনো কখনো আধঘণ্টাও অপেক্ষা করতে হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন