ইনস্টাগ্রামের অনেক ভিডিও ঝাপসা দেখা যাচ্ছে কেন

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১১:১৬

বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে থাকা বিভিন্ন ভিডিও ঝাপসা দেখা যাওয়ার অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা। তাঁদের দাবি, হঠাৎ ইনস্টাগ্রামে অনেক ভিডিওর মান কমে যাওয়ায় ঝাপসা দেখা যাচ্ছে। রিলস ভিডিও ছাড়াও স্টোরির ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। ব্যবহারকারীদের এসব অভিযোগের বিষয়ে শুরুতে কোনো মন্তব্য না করলেও অবশেষে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম মোসেরি জানিয়েছেন, রিলস বা স্টোরিতে থাকা যেসব ভিডিওর দর্শকসংখ্যা কম, সেগুলোর মান কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ভিডিওগুলো কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে।


সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে মোসেরি জানিয়েছেন, দর্শকদের আকর্ষণ করতে সক্ষম ভিডিওকে অগ্রাধিকার দিয়ে থাকে ইনস্টাগ্রাম। পুরোনো স্টোরি বা রিল ভিডিওগুলোর দর্শক সংখ্যা সাধারণত কম হয়ে থাকে। আর তাই এসব ভিডিওর মান স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেয় ইনস্টাগ্রামের অ্যালগরিদম। ভিডিওর মান কমে যাওয়ার প্রক্রিয়াটি সাধারণত ভিডিও প্রকাশের কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ঘটে। যখন দেখা যায়, ভিডিওটির প্রতি দর্শকদের আগ্রহ খুব কম, তখন অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবেই ভিডিওর মান কমিয়ে দেয়।


ইনস্টাগ্রামের এ সিদ্ধান্তের ফলে অনেক কনটেন্ট বা আধেয় নির্মাতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন কনটেন্ট নির্মাতা বা যাদের অনুসরণকারীর সংখ্যা কম, তাঁদের হাইলাইটস ভিডিও এবং রিল ঝাপসা দেখা যাওয়ায় দর্শকদের আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না। এর ফলে কম অনুসরণকারী থাকা নির্মাতারা কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও