You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বব্যাপী আইটি খাতে ব্যয় বাড়বে ৯ দশমিক ৩ শতাংশ

আগামী বছর বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যয় ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৭৪ হাজার কোটি (৫.৭৪ ট্রিলিয়ন) ডলারে পৌঁছতে পারে। শিল্পভিত্তিক প্রতিবেদনের জন্য পরিচিত গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান গার্টনার গত মাসের শেষের দিকে এ তথ্য জানায়। গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, জেনারেটিভ এআই (জেনএআই) প্রযুক্তিতে বাড়তি খরচের কারণে সামনের বছর সার্ভার বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে। জেনএআইকে আগামী বছর প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চিহ্নিত করেছে গার্টনার।

কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক জন ডেভিড লাভলক বলছেন, বর্তমান জেনএআইয়ের বিনিয়োগে মুখ্য ভূমিকা রাখে বড় প্রযুক্তি কোম্পানিগুলো, যারা জেনএআইয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে। তিনি পূর্বাভাস দেন যে ২০২৫ সাল থেকে কোম্পানির চিফ ইনফরমেশন অফিসাররা (সিআইও) জেনএআইতে বিনিয়োগ শুরু করবে। তবে এক্ষেত্রে বিনিয়োগ বাড়লেও জেনএআইয়ের সক্ষমতার প্রতি সিআইওদের প্রত্যাশা কমতে পারে। কারণ বর্তমানে এআই মডেল ও ডাটার গুণমান মানুষের উচ্চ প্রত্যাশাকে পূরণ করতে নাও পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন