![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/e_XJH3fpn.jpg)
হুয়াওয়ের ট্রাই-ফোল্ডে নখের আঁচড় পড়ার দাবি
bonikbarta.com
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ১১:০৭
সম্প্রতি বাজারে এসেছে হুয়াওয়ের অত্যাধুনিক ট্রাই-ফোল্ড ডিজাইনের স্মার্টফোন মেট এক্সটি। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে টেকসই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইউটিউবার জ্যাক নেলসন তার জনপ্রিয় চ্যানেল ‘জেরিরিগএভরিথিং’-এ উচ্চ মূল্যের ফোনটির টেকসই পরীক্ষা পরিচালনা করেছেন। এ পরীক্ষায় উঠে এসেছে ফোনটির বিভিন্ন সুবিধা ও অসুবিধা, যা ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খবর গিজমোচায়না।
জ্যাক নেলসনের মতে, মেট এক্সটি আনবক্সিং করলে এর অভিজাত প্যাকেজিং ব্যবহারকারীদের চমকে দেয়। তবে ফোনটি কতটা টেকসই তা পরীক্ষা করতে গেলে এর কিছু দুর্বলতা চোখে পড়ার কথা জানান জ্যাক।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- হুয়াওয়ে
- হুয়াওয়ে