পলিথিন বন্ধ হচ্ছে কাঁচাবাজারেও, প্রস্তুতি কতটা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৭:৪৫
রাজধানীর মধুবাজার এলাকায় মুদি দোকানে সদাই কিনতে আসা এক নারী তার দরকারি পণ্যের ফর্দের সঙ্গে দোকানিকে এগিয়ে দিলেন কাপড়ের ব্যাগ; পলিথিনের শপিং ব্যাগ দিতে নিষেধ করলেন।
তার প্রশংসা করে দোকানি হালিম রহমান বললেন, “আপাই তো ঠিক কাজ করছেন। আপনার মত সচেতন সবার হওয়া উচিত। কালকে থেকে পলি ব্যাগ বন্ধ, আপনার মত ব্যাগ নিয়ে বাজারে আসতে হবে। পলিথিন চাইলেও দিতে পারব না, দোকানে রাখলেই জরিমানা।”
মোহাম্মদপুরের টাউন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজারে মাছ বিক্রেতা সবুজ শেখের কথাতেও মিলল একই সুর, যদিও তার কারণ ভিন্ন।