You have reached your daily news limit

Please log in to continue


বার্ধক্য বিষয়ে প্রাণী সমাজের কাছে কী শেখার আছে মানুষের?

বিভিন্ন প্রাণী বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তারা অনেকটা মানুষের মতোই নিজেদের আচরণে পরিবর্তন আনে, এমনই উঠে এসেছে নতুন এক গবেষণায়।

প্রাণীদের সামাজিক যোগাযোগে বার্ধক্য কীভাবে প্রভাব ফেলে, সেটি খতিয়ে দেখেছে ১৬টি গবেষণার এক সংকলন, যার মধ্যে বেশ কয়েকটি পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ লিডস’ থেকে।

বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ফিলোসফিকাল ট্রানজিশনস অফ দ্য রয়্যাল সোসাইটি বি’র বিশেষ এই প্রতিবেদনে গবেষকরা পরীক্ষা করে দেখেন, বিভিন্ন প্রজাতির প্রাণী বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে নিজেদের সামজিক অভ্যাসগুলো মানিয়ে নেয় ও তাদের স্বাস্থ্য ও টিকে থাকার ক্ষেত্রে বার্ধক্য কতটা গুরুত্বপূর্ণ।

এর মধ্যে লাল হরিণের ওপর পরিচালিত এক গবেষণা অনুসারে, কোনো হরিণীর বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক সম্পৃক্ততা কমে আসে।

গবেষকদের অনুমান, এইসব বয়স্ক হরিণ নিজের প্রতিযোগিতা কমিয়ে আনার ও পরনির্ভরশীল হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। স্কটিশ দ্বীপ ‘রাম’-এ বন্য হরিণ সংখ্যা নিয়ে পরিচালিত দীর্ঘমেয়াদী এক প্রকল্পের ডেটা ব্যবহৃত হয়েছে এ গবেষণায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন