যেসব কারণে হতে পারে মস্তিষ্কের ক্যান্সার
মস্তিষ্কের ক্যান্সার মূলত এক ধরনের জটিল রোগ, যা সহজে ধরা পড়ে না, এমনকি বোঝাও কঠিন। সাম্প্রতিক সময়ে চিকিৎসা ক্ষেত্রে গবেষণায় উন্নতি হলেও মস্তিষ্কের ক্যান্সারের কারণ কী তা পুরোপুরিভাবে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা, যা কোনও ব্যক্তির এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা তাদের।
মস্তিষ্কের ক্যান্সার হওয়ার একটি পরিচিত ঝুঁকি হচ্ছে, আয়নাইজিং রেডিয়েশনের সংস্পর্শ। এ ধরনের বিকিরণ প্রচুর শক্তি বহন করে ও মানব কোষের ডিএনএ’কে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। মানবদেহের ডিএনএ’র ক্ষতি হলে তা কখনও কখনও মস্তিষ্কের ক্যান্সারে রূপ নিতে পারে।
যারা অন্যান্য ক্যান্সারের জন্য রেডিয়েশন থেরাপি নিয়েছেন বিশেষ করে মাথা বা ঘাড়ের মতো অংশে তাদের পরবর্তী জীবনে মস্তিষ্কের টিউমার হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।