এত বড় জরিমানার কথা সভ্যতার ইতিহাসে শোনেনি কেউ
গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করেছে রাশিয়া। বিশ্বের মোট জিডিপির চেয়েও বেশি এই জরিমানার পরিমাণ। ইউটিউবে মস্কোর সমর্থনে প্রচারণা বন্ধ করা ও সরকারপন্থী অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ায় গুগলকে আড়াই ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির এক আদালত।
চার বছর ধরে জমে থাকা এই জরিমানা প্রতি সপ্তাহেই দ্বিগুণ হয়েছে। ফলে রাশিয়ার আদালতের ক্যালকুলেটরে এই পরিমাণ হয়েছে জরিমানা।
এক এর পর একশটি শূন্য বসালে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে গুগল। আর রাশিয়ার আদালতের কল্যাণে এবার আরও একটি সংখ্যা সামনে এল, ডেসিলিয়ন। এতে এক এর পর ৩৪টি শূন্য বসাতে হয়। একে অন্যভাবে বলা চলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জরিমানা
- প্রচারণা বন্ধ
- গুগল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে