আজ ভূত দিবস, যেভাবে উৎপত্তি এই দিনের
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ২২:১৬
দুই হাজার বছরেরও বেশি সময় ধরে খ্রিষ্টান ধর্মালম্বীদের কাছে ‘হ্যালোইন’ একটি উল্লেখযোগ্য উৎসব। বিশ্বের প্রায় সব দেশে প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী এই উৎসবটি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর পালন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে এর উৎপত্তি হলেও বর্তমানে বাংলাদেশেও উৎসবটি জনপ্রিয়তা পেয়েছে।
তাই এ বছরও ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হবে বছরের অন্যতম মজার উৎসব হ্যালোইন।
হ্যালোইনের উৎপত্তি : হ্যালোইন শব্দের উৎপত্তি ১৭৪৫ সালের দিকে। হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোইন শব্দের অর্থ ‘শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা’।
- ট্যাগ:
- জটিল
- হ্যালোইন দিবস