You have reached your daily news limit

Please log in to continue


নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী

চলতি বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ত্রিশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী। ছোট নৌকা ব্যবহার করে তারা দেশটিতে গেছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে।

যুক্তরাজ্যের বর্তমান সরকার যখন অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধের চেষ্টা করছে ঠিক তখনই এমন খবর এল। যদিও নির্বাচনের আগে দলটি এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এখন পর্যন্ত দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে ত্রিশ হাজার ৪৩১ জন অভিবাসন প্রত্যাশী ইংল্যান্ডে পৌঁছেছেন। তারা ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে গেছেন।

গত বুধবারও অন্তত ১২টি নৌকায় করে ৫৬৪ জন যুক্তরাজ্যে পৌঁছান। এতে অক্টোবরেই পাঁচ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটিতে পৌঁছেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন