অঢেল অর্থেও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন না পাওয়া সাবিনারা চ্যাম্পিয়ন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১৬:২১
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ও নারী সাফ টুর্নামেন্ট একই সময় চলছিল। বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি নিয়ে আজ কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে। অন্যদিকে, নিজেদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পথে নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ও নারী ফুটবল দলের বর্তমান চিত্র।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তির অধীনে খেলোয়াড়দের মাসিক বেতন দেয়। এতে অনেকেরই বছরে প্রায় অর্ধ কোটি টাকা আয়। নিয়মিত বেতনের পাশাপাশি রয়েছে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টির জন্য আলাদা ম্যাচ ফি।
এ ছাড়া বিদেশি কোচিং স্টাফ ও আধুনিক সরঞ্জামাদির পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাতো রয়েছেই। এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও ক্রিকেট দলের পারফরম্যান্স গড়পড়তা। এরপরও তারা নানা সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডে উল্টো বোর্ড এবং দেশকে বিব্রত করে।