ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়ে বিপদে আছেন আব্দুল আউয়াল মিন্টু
বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। প্রতিষ্ঠার পর থেকে টানা দুই দশক তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদেও। প্রায় ২১ বছর পর আবারো ন্যাশনাল ব্যাংকের পর্ষদে ফিরেছেন। তবে দীর্ঘ বিরতির পর ফিরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। গত দেড় দশকের অনিয়ম-দুর্নীতিতে ন্যাশনাল ব্যাংক এখন বিপর্যস্ত। নগদ টাকার তীব্র সংকটের কারণে আমানতকারীদের অর্থও ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি।
এক সময় বিস্তৃত ট্রেজারি কার্যক্রমের জন্য সুখ্যাতি ছিল ন্যাশনাল ব্যাংকের। সরকারকে ঋণের জোগান দেয়ার পাশাপাশি দেশের ব্যাংকগুলোকেও নিয়মিত অর্থ ধার দিত ব্যাংকটি। সেসব সুনাম এখন কেবলই দূর অতীত। গত দেড় দশকের অনিয়ম-দুর্নীতির ধকল সামলাতে গিয়ে এখন নিজেদের দৈনন্দিন লেনদেনই মেটাতে পারছে না ন্যাশনাল ব্যাংক। নগদ টাকার সংকটে ‘ক্যাশ কাউন্টার’ও বন্ধ হওয়ার পথে। চাহিদা অনুযায়ী টাকা দিতে ব্যর্থ হওয়ায় গতকাল সিলেটে ব্যাংকটির শিবগঞ্জ শাখায় বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছেন।