রেকর্ড গড়তে ৩৯ দিনে ৩৮০০ কিলোমিটার দৌড়েছেন তিনি
২০ বছর আগে ২০০২ সালে ৬৭ দিন ২ ঘণ্টা ৫৭ মিনিট একটানা দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তবে এত বছরেও এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। অনেকেই চেষ্টা করেছিলেন। তবে সফল হতে পারছিলেন না। তবে এবার অস্ট্রেলিয়ান ক্রিস টার্নবুল ৩৯ দিন ৮ ঘণ্টা ১ মিনিটে ৩৮০০ কিলোমিটার দৌড়ে রেকর্ডটি করেন।
তিনি ৮ আগস্ট ২০২৩ তারিখে স্থানীয় সময় সকাল ৫ টায় পার্থের কোটেসলো বিচ থেকে যাত্রা করেন এবং ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ১ মিনিটে সিডনির ম্যানলি বিচে ফিনিস লাইন অতিক্রম করেন। ক্রিস ৩ হাজার ৮৬৪ কিলোমিটার (২ হাজার ৪০০.৯৭ মাইল) পুরো দূরত্ব কভার করতে প্রতিদিন প্রায় ১০০ কিলোমিটার (৬২.১৩ মাইল) দৌড়েছেন।