রাষ্ট্রপতির বিষয়ে বিএনপির সঙ্গে একমত গণফোরাম, গণ অধিকার পরিষদ ও এনডিএম

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫২

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেটি করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। এ ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগে বাধ্য করে সাংবিধানিক জটিলতা তৈরি না করার বিষয়েও দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।


আজ বুধবার বিকেলে ও সন্ধ্যায় কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনার পর তারা নীতিগতভাবে একমত হয় বলে জানা গেছে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে গণফোরাম, এরপর গণ অধিকার পরিষদ ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা উপস্থিত ছিলেন।


গণফোরামের সঙ্গে বৈঠকে দলটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সুব্রত চৌধুরী ও এস এম আলতাফ হোসেন, সদস্যসচিব মিজানুর রহমান, সমন্বয় কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত