হারানো আংটি ফিরে পেলেন ৫৪ বছর পর
প্রথম আলো
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৪
হারিয়ে যাওয়া প্রিয় জিনিস খুঁজে পাওয়ার মতো আনন্দ হয়তো আর কিছুতে নেই। আর সেটা যদি ফিরে পাওয়া যায় দীর্ঘ ৫৪ বছর পর, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে! সেই আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যই কঠিন। এমনই এক আনন্দে ভেসেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিড লরেনজো।
বাবার সঙ্গে পেনসিলভানিয়ার পিটসবার্গের কাছে ইউনিয়নটাউন কাউন্টি ক্লাবে গলফ খেলছিলেন লরেনজো। হঠাৎই আবিষ্কার করেন যে হাতে নেই তাঁর ‘ক্লাস রিং’। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে আংটিটি পেয়েছিলেন তিনি। একাডেমিক অর্জনের স্মারক ‘ক্লাস রিং’ যে কারও কাছেই বিশেষ।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- আংটি
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল