অবৈধ সম্পদের পাহাড় রমেশ চন্দ্রের, যা জানা গেল
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৮
                        
                    
                ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, হাসপাতালে সিন্ডিকেট এবং টেন্ডার পাইয়ে দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। নিজ জেলায় একক আধিপত্য গড়ে তোলাসহ ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেছেন তিনি। বিভিন্ন অপরাধ ও দুর্নীতি করে স্ত্রীসহ স্বজনদের নামে-বেনামে তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ক্ষমতায় থাকার সময় তাঁর দুর্নীতি ও অপকর্মের তথ্য প্রকাশ করতে চাইলে সাংবাদিকদের দমিয়ে রাখতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হতো।
আর এসবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা অভিযোগে দেওয়া হতো মামলা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে শিক্ষর্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় গত ১৬ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালত কারাগারে পাঠান।
