হিজবুল্লাহর নতুন প্রধান বেশি দিন টিকবেন না: ইসরায়েল
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে, নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন।
ইয়োভ গ্যালান্ট লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’
মূলত এ কথা বলে ‘হুমকি’ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।