জেলা-মহানগরে সমাবেশ করবে বিএনপি

যুগান্তর প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩০

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আড়াই মাস পেরিয়ে গেছে। সরকারের কর্মকাণ্ডে ধীরগতি দেখলেও তাদের সর্বোচ্চ সহায়তা করতে চায় বিএনপি। একই সঙ্গে নানা ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে অডিও কথোপকথনকেও গুরুত্ব সহকারে নিয়েছেন দলের নীতিনির্ধারকরা। 


এ নিয়ে সতর্ক থাকার পাশাপাশি আগামী নভেম্বরে মহানগরসহ সব সাংগঠনিক জেলায় সমাবেশের কথা ভাবছে। এ কর্মসূচির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দলটির অবস্থানও জনগণকে জানাতে চায়। এ কর্মসূচি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। সমাবেশে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তুলে ধরার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনি রোডম্যাপের দাবি তোলা হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও