দেশে থামানোই যাচ্ছে না অপরাধ, বেপরোয়া সন্ত্রাসীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১০:১১

দেশে বেড়েই চলেছে অপরাধ। প্রতিদিনই একাধিক খুনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই, ডাকাতি। বাসায় হানা দিচ্ছে দুর্বৃত্তরা।


পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় বৈঠক করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় গতকাল সোমবার আইজিপি সারা দেশে চলমান বিশেষ অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য।


গত শনিবার বিকেলে এখানে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কিশোর রহমত ওরফে সার্জন। গতকাল সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে এলাকাটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহত হলো। তাদের মধ্যে নারী, শিশুও রয়েছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, মোহাম্মদপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসন করে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদ্ধপরিকর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও