চাল আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের, শুল্ক আরও কমছে
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২০ অক্টোবর চাল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। চাল আমদানিতে আগে যেখানে ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক-কর দিতে হতো, এখন তা কমে হয়েছে ২৫ শতাংশ। এরপরও চাল আমদানিতে আগ্রহ নেই বেসরকারি খাতের ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলছেন, ভারতসহ অন্যান্য দেশে চালের দাম বাড়তি থাকায় আমদানি করা প্রতি কেজি চালের দাম পড়ছে প্রায় ৬৬ টাকা। এ দামে আমদানি করা হলে দেশের বাজারে চালের দাম আরও বেড়ে যাবে। এ অবস্থায় চাল আমদানিতে শুল্ক-কর আরেক দফা কমানোর প্রস্তাব দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।
সূত্র জানায়, এবার চাল আমদানিতে শুল্ক-কর ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। গত ২০ অক্টোবর চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এছাড়া নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৫ শতাংশ। পাশাপাশি পুরোপুরি প্রত্যাহার করা হয় ৫ শতাংশ আগাম কর।