নাকের ভেতরে মাংস বেড়ে যাওয়ার সমস্যা ও প্রতিকার
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৭:১৬
সাধারণ লোকে বলেন, নাকের মাংস বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে, নাকের এমন মাংস বৃদ্ধির নাম ‘হাইপারট্রফিড ইনফেরিয়র টারবিনেট’। টারবিনেট হাইপারট্রফি, ইনফিরিয়র টারবিনেট হাইপারট্রফি ও নাসাল টারবিনেট হলো একই অবস্থার ভিন্ন নামকরণ, যেখানে নাকের পার্শ্বদেয়ালের টিস্যু খুব বড় হয়। ফলে শ্বাস নিতে বাধা সৃষ্টি হয়।
ইনফেরিয়র টারবিনেট টিস্যু অনেক রক্তনালির সমন্বয়ে গঠিত। এটি অ্যালার্জি, সর্দি এবং ওপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ, প্রদাহ, নির্দিষ্ট ওষুধের সংস্পর্শে থাকা, গর্ভাবস্থা বা অজানা কারণসহ বিভিন্ন কারণে ফুলে যেতে পারে। অনেকে একে নাকের পলিপ বলেন। কিন্তু নাকের পলিপ আলাদা রোগ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নাকের যত্ন
- নাকের রোগ