You have reached your daily news limit

Please log in to continue


হাসিনা আমলে গোয়েন্দা সংস্থার বন্দুকের মুখে ব্যাংক দখল, পাচার ২ লাখ কোটি টাকা

শেখ হাসিনার শাসনামলে দেশের একটি গোয়েন্দা সংস্থার যোগসাজশে ব্যাংক খাত থেকে ২ লাখ কোটি টাকা বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে ব্যবসায়িক গোষ্ঠী। এই ব্যবসায়িক গোষ্ঠী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান এই মনসুর বলেন, দেশের একটি গোয়েন্দা সংস্থা এসব ব্যবসায়িক গোষ্ঠীকে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো দখলে নিতে সহায়তা করেছিল। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এর কয়েক দিন পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়। 

আহসান এইচ মনসুর ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে জানান, ব্যাংকগুলো দখল করার পর সেগুলোর নিয়ন্ত্রকেরা তাদের বাছাই নতুন শেয়ারহোল্ডারদের ঋণ দেওয়া এবং আমদানি চালানে অতিরিক্ত ব্যয় নির্ধারণের (ওভার ইনভয়েসিং) মাধ্যমে প্রায় ২ লাখ কোটি টাকা বা ১৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন