![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-18%252Foglthqgp%252F4637463485788683048029892868322361050807010n-1.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C853%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
২ টেস্টে ৩৯ উইকেট নেওয়া সাজিদ–নোমান পরের ম্যাচে একাদশে থাকবেন তো
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের শেষ দুই ম্যাচে পাকিস্তানের বোলিং মানেই ছিলেন নোমান আলী ও সাজিদ খান। দুই টেস্ট মিলিয়ে একটা সময়ে তাঁরা টানা ৮৯.৫ ওভার বোলিংও করেছেন। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন এই দুই স্পিনার। কিন্তু পাকিস্তানের পরের টেস্টের কি জায়গা হবে তাঁদের?
পারফরম্যান্স বিবেচনায় নিলে এমন প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। কারণ, এই দুই স্পিনারই ২০২১ সালের পর ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে জিতিয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- টেস্ট সিরিজ
- ক্রিকেট ম্যাচ