বছরে প্রায় ২০ হাজার মানুষ মারা যায় জনপ্রিয় যে খাবার খেয়ে

জাগো নিউজ ২৪ থাইল্যান্ড প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৯

খাবার খায়, আবার কোথায় কম মসলায় রান্না হয়। তবে সব দেশেই কিছু খাবার থাকে যা সবারই খুব পছন্দ। এমনকি পর্যটকরাও এখবার হলেও সেই খবার চেখে দেখেন। তবে জনপ্রিয় খাবারই যদি মৃত্যুর কারণ হয় তাহলে সেটি মানুষ খায় কেন?


বিশ্বের অন্যতম এক জনপ্রিয় খাবার হচ্ছে কোই প্লা। যা থাইল্যান্ড ও লাওসের ঐতিহ্যবাহী এক খাবার। জানলে অবাক হবেন, জনপ্রিয় এই খাবার খেয়েই নাকি প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। যে কারণে একে মারাত্মক বা প্রাণঘাতী খাবারও বলা হয়ে থাকে।


লাওস এবং থাইল্যান্ডের ইসান অঞ্চলের লাও জনগণের প্রিয় খাবার এটি। এটি মূলত একটি সালাদ। যা তৈরি হয় কাঁচা মাছের কিমা, লেবুর রস, মরিচ ও কিছু মশলার মিশ্রণে। এই সাধারণ খাবারটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক খাবারও বলা হয়। দাবি করা হয় যে শুধু থাইল্যান্ডেই প্রতি বছর ২০ হাজারেরও বেশি মানুষ এই খাবারটি খেয়ে মারা যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও