![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-26%252Ft8r1jw0s%252FBone.jpg%3Frect%3D0%252C0%252C900%252C600%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
শিশুদের হাড়ের যত রোগ
জন্মের শুরু থেকে পরবর্তী সময়ে শিশুদের বিভিন্ন ধরনের হাড়ের রোগে আক্রান্ত হতে দেখা যায়। এর পেছনে রয়েছে নানা কারণ। বেশির ভাগ ক্ষেত্রে এসব রোগে উপসর্গমাফিক চিকিৎসা দেওয়া হয়। এমন কিছু রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক:
রিকেটস
শিশুর বর্ধনশীল হাড়ে সঠিকভাবে খনিজ পদার্থ (ক্যালসিয়াম ও ফসফরাস) যুক্ত হতে না পারার কারণে এ রোগ দেখা দেয়। ভিটামিন ডি-এর পরিমাণগত ও গুণগত মানের অভাবও কারণ। এই ভিটামিনের মূল উৎস সূর্যালোক। চাহিদা পূরণে প্রতিদিন বেলা ১১টা থেকে ৩টার মধ্যে ৩০ থেকে ৪৫ মিনিট সূর্যালোকে থাকতে হবে। বিকল্প হলো, ওষুধের মাধ্যমে চাহিদাপূরণ। এ রোগে মূলত হাড় নরম হয়ে পা বেঁকে যায়, ব্যথা ও হাঁটতে কষ্ট হয়, হাড় ভেঙেও যেতে পারে।
অস্টিওজেনেসিস ইমপারফেক্টা
জন্মগত এ রোগে শরীরের হাড় ভঙ্গুর প্রকৃতি হওয়ায় বারবার ভেঙে যায়। মুখ্য কারণ, জেনেটিক মিউটেশনের মাধ্যমে কোলাজেন-১ সঠিকভাবে তৈরি হতে না পারা। ক্রমাগত হাড় ভেঙে যাওয়া ছাড়া অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে চোখের নীলাভ রং, ভঙ্গুর চর্ম ও এর নিচে রক্ত জমা, ক্ষয়প্রাপ্ত হলদে দাঁত, কানে না শোনা, খাটো হওয়া। এমনকি অকালমৃত্যুও হতে পারে এ কারণে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুদের রোগ
- হাড়ের সমস্যা