You have reached your daily news limit

Please log in to continue


এবার ঋতুপর্ণা বললেন, ‘কপাল ভালো’, মাসুরা বললেন ‘কপাল খারাপ’

দুদিন আগে হাসিমুখে ‘আক্ষেপ’ জানিয়ে ঋতুপর্ণা চাকমা বলেছিলেন, কপালে গোল জোটে না। ভুটানের বিপক্ষে তিনি দারুণ এক গোলে দলকে এগিয়ে নিলেন। সে কথা মনে করিয়ে দিতেই হাসির ফোয়ারা ছোটালেন এই ফরোয়ার্ড।

ঋতুপর্ণা ও মারিয়া মান্দার পেছনের সিটে বসা মাসুরা পারভীন গলা বাড়িয়ে বলতে লাগলেন, তাদের কপাল খারাপ, রক্ষণে খেলেন বলে গোল পান না। ভুটানকে হারিয়ে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পর টিম বাসের ভেতরের দৃশ্য ছিল এমনই উচ্ছ্বাস-উন্মাদনায় ভরপুর।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দেয় মেয়েরা। সপ্তম মিনিটে ঋতুপর্ণা চোখ ধাঁধানো শটে বল জড়ান জালে। বড় জয়ের পথে বাংলাদেশের দুর্বার গতিতে ছোটার সেই শুরু।

প্রথমার্ধেই তহুরা ও সাবিনা- দুজনে জোড়া গোল করলে স্কোরলাইন হয় ৫-০। বিরতির আগে ভুটান এক গোল শোধ করে। অপরাজিত থেকে গ্রুপ পর্ব পেরুনো ভুটানের জন্য আনন্দের মুহূর্ত ছিল স্রেফ এতটুকুই।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করেন তহুরা। সাফে প্রথম হ্যাটট্রিক পেলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ভারত ম্যাচের পর ভুটান ম্যাচেও সেরা খেলোয়াড় হন তহুরা। পরে শিউলি আজিমের গোলে স্কোরলাইন হয় ৭-১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন