আইফোন ১৬ ব্যবহার নিষিদ্ধ যে দেশে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ২২:১৯
বিশ্বের সব দেশেই এখন আইফোন ১৬ নিয়ে চলছে উন্মাদনা। কিছুদিন আগেই বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ লঞ্চ করলো নির্মাতা সংস্থা অ্যাপল। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল রয়েছে। সেগুলো হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। এরই মধ্যে অনেকেই কিনেছেন শখের আইফোন ১৬।
তবে আইফোন ১৬ ব্যবহার এমনকি কেনা-বেচাও নিষিদ্ধ করেছে একটি দেশ। এমনকি বাইরে থেকেও কেউ কিনে আনতে পারবেন না ফোনটি। কেউ লুকিয়ে ব্যবহার করতে গেলে পুলিশের হাতে ধরা পড়লে জেল জরিমানাও হবে তার। দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া। এই খবরে অনেকেই অবাক হচ্ছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী অ্যাগাস গুমিওয়াং কর্তাসস্মিতা এমনটাই জানিয়েছেন। তবে এমন কঠোর নিষেধাজ্ঞার অবশ্য কারণও আছে।