দুই ফুটবলারকে হারিয়ে আওয়ামী লীগ নেতা জাহেদী নির্বাচিত
যুগান্তর
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ২০:৩৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে হেরে গেছেন দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এই পদে জয়লাভ করেছেন ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার জাহেদী। এছাড়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিমও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বাফুফে সহ-সভাপতি নির্বাচনে দলীয় শক্তি ও আর্থিক সক্ষমতা প্রভাবক হিসেবে কাজ করে বলে বিগত নির্বাচনগুলোতে অভিযোগ উঠত। এবারও দুই ফুটবলারের পরাজয়ে সে অভিযোগ ওঠার সুযোগ থাকছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে জয়লাভ করেছিলেন শাহরিয়ার জাহেদী। তিনি ২০২৩ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। বাফুফে নির্বাচনে অংশ নিয়ে ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি হয়েছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে